Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একজনের বিয়ে অন্যজনের পিঠের ইনজুরি, তাই খেলা হচ্ছে না জিম্বাবুয়ে টেস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৮ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৮ AM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের পাশাপাশি প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। বাংলাদেশ ক্রিকেট দলের এই টপ অর্ডার ব্যাটসম্যান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আর সেই কারণেই দেশের হয়ে তাঁর খেলা হচ্ছে না দুইটি ম্যাচে। 

এরই মধ্যে সৌম্যর না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সৌম্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তাই আমরা তাঁকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে পাচ্ছি না। একই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও থাকছেন না তিনি।'  

এদিকে শুধু সৌম্যই নন, তাঁর পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে পিঠের ইনজুরির কারণে খেলা হচ্ছে না তারকা পেসার আল-আমিন হোসেনেরও। আল-আমিনের ব্যাপারে প্রধান নির্বাচক বলেন,  'সে সম্ভবত পিঠের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবে না।'  

আগামী ১৫ ফেব্রুয়ারি একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টিয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। টেস্টের লড়াইয়ে মাঠে নামার আগে ১৮ এবং ১৯ তারিখ বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। 

এরপর তিনটি ওয়ানডে খেলতে সিলেটে উড়াল দিবে তারা। ওয়ানডে সিরিজ শেষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আবারো ঢাকায় ফিরবে দুই দল। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ মার্চ। 

Bootstrap Image Preview