Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে হত্যা নিয়ে মুখ খুললেন ভারতীয় হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৫ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সীমান্তের বিএসফের হত্যার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তারা নিজেদের মধ্যে সব সময় কথাবার্তা বলেন। এই বিষয়গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুইবার মিটিংয়ে বসে। আশা করছি এ সব বিষয় আলাপ-আলোচনার মাধ্যমে শেষ হবে।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

রিভা গাঙ্গুলী দাস বলেন, আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ শেষ হবে। একই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগও চালু হবে।

তিনি বলেন, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি দুই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এই রেলপথের মাধ্যমে হবে।

আখাউড়া-আগরতলা রেল লিংক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাইকমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা। আর এ প্রকল্পটি শেষ হবে আগামী বছরের জুন মাসে।

Bootstrap Image Preview