Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৈশবের আনন্দ-দুরন্তপনা ফিরিয়ে দিতে রাজধানীতে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেন’স ডে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৩ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলশান ২-এর শহীদ তাজউদ্দীন আহ্মদ স্মৃতি পার্কে (পূর্বের ওয়ান্ডারল্যান্ড) শিশুদের জন্য আয়োজন করা হয়েছে ‘ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে’।

আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুই দিনই সারাদিন শিশুদের জন্য চমৎকার সব খেলাধুলার আয়োজন করা হয়েছে। যার মধ্যে আছে চিত্র অংকন প্রতিযোগিতা, কোলাজ ক্রাফট প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পুতুল নাটক ও গল্প, সিসিমপুর, ম্যাজিক শো, কমেডি ও মাইম শো, থ্রিডি বায়োস্কোপসহ আরও চমৎকার সব আয়োজন।

শহুরে জীবনে শিশুরা যাতে নিরাপদে, নিশ্চিন্তে দুই দিন আনন্দে কাটাতে পারে, সে লক্ষ্যে ফার্ম ফ্রেশ-এর এই আয়োজন। কারণ, ফার্ম ফ্রেশ চায়- হাসবে, খেলবে, বাড়বে শিশু; সবারই চাই এমন ভালো কিছু। ‘ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে’র মতো আয়োজন এবং সকলের সচেতনতা ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিশুদের ভবিষ্যত অনেক সুন্দর হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, এএফবিএল- এর ডেইরি ব্র্যান্ড ফার্ম ফ্রেশ প্রতি বছর বিশেষ দিনে চিলড্রেন’স ডে পালন করে থাকে, যেখানে শিশুদের জন্য একই সাথে মজার এবং শিক্ষামূলক সব আয়োজন থাকে।

Bootstrap Image Preview