Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া ইস্যুতে পুতিনকে এরদোগানের ফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:১০ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১১:১০ AM

bdmorning Image Preview


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তুর্কি সেনাদের তুমুল সংঘর্ষ চলছে। অঞ্চলটিতে একে-অপরের স্থাপনা লক্ষ্য করে সেনারা মর্টার শেল থেকে গোলাবর্ষণ করছে।

এমন প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে সিরীয় সরকারের মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় তারা ইদলিবের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ক্রেমলিন থেকে পাঠানো বিবৃতির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শীর্ষ নেতাদের এই ফোনালাপে ইদলিবের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সিরিয়া ইস্যুতে রুশ ও তুর্কি প্রশাসনের চুক্তি বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পায়। উত্তেজনা প্রশমনে তারা চুক্তিটি দ্রুত বাস্তবায়নে সম্মতি জানিয়েছেন।

এর আগে ইদলিবে হামলা চালিয়ে সিরীয় সামরিক বিমান ধ্বংসের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীকে হটাতে তুর্কি সেনারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রয়োজনে আমরা পদাতিক ও বিমান বাহিনীর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। তাছাড়া চলতি মাসের শেষ নাগাদ আমাদের ঘাঁটির চারপাশ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে।

এরদোগান আরও বলেন, ইদলিবে রুশ ও সিরীয় বাহিনী সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ইদলিবের বাইরেও সিরীয় বাহিনীর ওপর হামলা চালাবে তুরস্ক।

বিশ্লেষকদের মতে, রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশে সম্প্রতি বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে জোরালো সেনা অভিযান শুরু হয়। আর এতেই নতুন করে শরণার্থীদের ঢল নামার আশঙ্কায় প্রেসিডেন্ট এরদোগান সীমান্তে অতিরিক্ত সেনা ও সাঁজোয়া যান পাঠানোর সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষ ইদলিব ছেড়ে পালিয়েছে। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বর্তমানে তুরস্কে আশ্রিত অবস্থায় আছে আরও ৩৫ লাখের অধিক সিরিয়ান শরণার্থী। যদিও উত্তেজনার কারণে নতুন করে শরণার্থীদের ঢলের আশঙ্কায় রয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি।

Bootstrap Image Preview