Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মধ্য আকাশে বিমানের দরজা খুলতে চাওয়ায় কারাগারে তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৩০ AM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৩০ AM

bdmorning Image Preview


মধ্য আকাশে বিমানের দরজা খুলতে চাওয়ায় ব্রিটিশ এক তরুণীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ব্রিটেনের একটি আদালত এই রায় দেন।

জানা গেছে, ২৬ বছর বয়সী ব্রিটিশ তরুণী ক্লো হেইনেস ২০১৯ সালের জুনে লন্ডন থেকে তুরস্ক যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ মধ্য আকাশেই বিমানের দরজা খুলতে চান তিনি। পরে অবশ্য বিমানের ক্রুরা তাকে থামাতে সক্ষম হয়।

এই বিষয়ে ভ্রমণ সংস্থা জেট টু হলিডেস'র প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ হেপি এক বিবৃতিতে বলেন, হেইনেসের আচরণ আমারদের দেখা যাত্রীদের মধ্যে সবচেয়ে বিরক্তিকর ছিল এবং আমরা তাকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করছি ।

অভিযোগ উঠেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে এমন করেছেন হেইনাস। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হেইনাসের আইনজীবী অলিভার সাক্সবাই কিউসি। তিনি বলেন, সে মদ্যপ ছিল না, অসুস্থ ছিলেন।

এদিকে এমন ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিমানবন্দরে মদ পান করার ব্যাপারটি নিয়ে তারা ভেবে দেখবে।

Bootstrap Image Preview