Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ধর্ষণ বেড়েছে: আইজিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৩ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৩ PM

bdmorning Image Preview


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়রী বলেছেন, পরিসংখ্যানের দিক থেকে দেশে ধর্ষণ বেড়েছে। তবে ধর্ষণের ঘটনা পেলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সম্প্রতিকালে যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে ধর্ষণ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুর ১২টায় বরিশালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের ব্যারাক ভবন, গৌরনদী সার্কেল অফিস ও গৌরনদী উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সাগর-রুনির মামলার অগ্রগতির জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এটি উদঘাটনের জন্য কাজ করছে র‌্যাব। যাচাই বাছাইয়ের কারণেই সময় বেশি লাগছে।

আইজিপি বলেন, আদালত চাইলে অবশ্যই তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হবে। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে কোন ধরনের চাপের মুখে নেই বলে জানান তিনি।

এ সময় বরিশালের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং বিভাগের ছয় জেলার ছয় পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি দোয়া মোনাজাত ও বেলুন-ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে ৩ ভবনের উদ্বোধন করেন। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন আইজিপি।

Bootstrap Image Preview