Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীর সাথে প্রেম নিয়ে ঝগড়া দুই ছাত্রের, হামলায় আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১০:১৬ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ায় এক স্কুলছাত্রীর সাথে দুই ছাত্রের প্রেমের প্রতিযোগিতার জের ধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলো ফারদিন খান, রহিম শেখ, দুরুদ ফকির সহ পাঁচজন। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নওখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শালনগর মডার্ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ফারদিন খান ও নবম শ্রেণির ছাত্র রাব্বি ফকিরের মধ্যে প্রেমের প্রতিযোগিতা চলছিল। এর জের ধরে বুধবার সকালে ফারদিন খান বিদ্যালয়ে যাওয়ার পথে রাব্বির সহযোগী ১০/১৫ জন লাঠিশোটা নিয়ে ফারদিনের ওপর হামলা চালায়। প্রাণভয়ে ফারদিন রহিম শেখের বাড়িতে আশ্রয় নেয়। হামলাকারীরা ওই বাড়িতে গিয়েও তাকে মারপিট করলে রহিম ঠেকাতে গেলে হামলাকারীরা তাকেও মারপিট করে।

আহত রহিম শেখ জানায়, ফারদিন ধাওয়া খেয়ে আমার বাড়িতে আশ্রয় নেয়। আমি তাকে বাঁচাতে গেলে  নওখোলা গ্রামের ইলিয়াস ফকির, জমির ফকির, কালু ফকির, ইবাদত ফকির, শাহাব ফকিরসহ ১০/১৫ জন আমার ওপর হামলা করেছে। আমি আহত হয়েছি।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন জানান, ওরা নিজেরা বিরোধ মীমাংসা করে নিয়েছে।

Bootstrap Image Preview