Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাগদাদে মরুভূমিতে তুষারপাত, প্রকৃতি যেন ব্যতিক্রমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১০ PM

bdmorning Image Preview


ইরাকের স্থানীয় সময় শুক্রবার বাগদাদবাসীর ঘুম ভেঙেছে অন্য মেজাজে। জানলার পর্দা সরিয়ে বাইরেটা দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। চারিদিকে কেবল সাদা বরফ। রাস্তা ঘাট সব সাদা বরফের আস্তরণে ঢাকা। এই প্রথম বাগদাদের নবীন প্রজন্ম দ্বিতীয়বার তুষারপাত দেখছে।

মরুভূমির বুকে ঘটছে তুষারপাতের ঘটেনা। সারা বিশ্বের প্রকৃতি যেন এবার বিপরীত দিকে এগোচ্ছে। এই নিয়ে বাগদাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তুষারপাত হল। এর আগে ২০০৮ সালে একবার তুষারপাত দেখেছিল বাগদাদ। প্রকৃতির এই বিরল রূপ উপভোগে সময় নষ্ট করেননি বাগদাদবাসী। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তারা। ছোট থেকে প্রবীণ সকলেই তুষার পাতের আনন্দ উপভোগ করেছেন। বরফ নিয়ে খেলা করতে দেখা গিয়েছে ছোটদের।

বাগদাদের এই তুষারপাতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাগদাদের বাসিন্দারা নিজেদের শহরের ব্যতিক্রমী ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন ঝড়ের গতিতে। তারপর সেটা ছড়িয়ে পড়েছে। ৪০ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় থাকা বাগদাদের তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নিচে।

Bootstrap Image Preview