Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্ল্যাটের মধ্যেই তৈরি হচ্ছে ইয়াবা, দম্পতিসহ আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:২৮ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০১:২৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরে ইয়াবা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর বাস টার্মিনালের পেছনে রঘুনন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- ভাঙ্গা উপজেলার দিঘলকান্দা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ওবায়দুর শেখ (৪০), নগরকান্দা থানার ফাইবালিয়া গ্রামের স্বামী-স্ত্রী আনিসুর রহমান (৩৮) ও হ্যাপি বেগম (২৮) এবং পাবনা জেলার আতাইকুলা থানার ধানুয়াঘাটা গ্রামের মোছা. জুলি খাতুন (৩৩)।

পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেখানে ইয়াবা তৈরি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে রঘুনন্দনপুর মহল্লার পাট্টাদারকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসার নিচতলা তল্লাশি করে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা তৈরির সরঞ্জামসহ ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি নুরুল ইসলামের মালিকানাধীন ইসলাম মঞ্জিলের নিচ তলার ফ্ল্যাট ভাড়া নেন আটক ওবায়দুর শেখ। তার নামে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। 

Bootstrap Image Preview