Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে মা-মেয়ে নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:০৭ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপ আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জাহিদুল ইসলাম বলে জানা গেছে। জাহিদুল ঢাকার বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, সকালে মহাসড়কের পাশে বালুবাহী ট্রাক রেখে চালক রাজাবাড়িহাটে নাস্তা করছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত হন। আহত হন দুইজন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে পিকআপের ভেতর থেকে দুইজনের মরদেহ বের করেন।

ওসি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের নাম জাহিদুল বলে জানা গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview