Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাথরুমের পাইপ দিয়ে ছড়াচ্ছে করোনাভাইরাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪১ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪১ AM

bdmorning Image Preview


সেই শুরু থেকে করোনাভাইরাস উৎপত্তি নিয়ে নানা ধরনের তথ্য আসছে। কেউ বলেছে সামুদ্রিক খাবার থেকে এই ভাইরাসের উৎপত্তি, কেউ আবার বাদুর, বিড়াল, সাপকে দায়ী করেছে এই অভিশাপের জন্য।

তবে মানবদেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে চিকিৎসাবিদরা।

নতুন করে জানা গেল টয়লেটের পাইপ দিয়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের সিং ই এলাকার একটি ভবনের দুজন বাসিন্দার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ওই ভবনের মল অপসারণের পাইপে ত্রুটি ছিল। ধারণা করা হচ্ছে ওই পাইপের মাধ্যমেই ওই দুজনের শরীরে করোনাভাইরাস ঢুকে পড়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর কে ওয়াই ইউয়েন বলেন, ‘মল অপসারণের পাইপলাইন এয়ার পাইপে ত্রুটি থাকায় এটা খুবই সম্ভব যে, মলের সঙ্গে থাকা ভাইরাস টয়লেটের ফ্যানের মাধ্যমে ছড়াচ্ছে। এ কারণে অতিরিক্ত সতর্কতাস্বরূপ ভবনটির কিছু অংশ খালি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকৌশলীরা জায়গাটি পরীক্ষা করছেন। ’

তিনি জানান, ভাইরাস সংক্রমণের রাস্তা কোনটি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।

তবে মলের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ হওয়া সম্ভব কি না সে বিষয়ে গবেষকরা এখনো কনোনায়ভাইরাস উপন্যাসটি  তা নিশ্চিত করতে পারেনি।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে এখন পর্যন্ত ৪২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ১২তম ও ৪২তম রোগী হং মেই হাউসের বাসিন্দা।

প্রাণঘাতী এ ভাইরাসে শুধুমাত্র গতকাল সোমবারই মারা গেছে ১০৮ জন। এ নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১০১৬ জনে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।

Bootstrap Image Preview