Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, খুলনায় শমসের আলী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৪ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তথ্যপ্রযুক্তি আইনে মো. শমসের আলীকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই ইকবাল হোসেন জানান, গত ৪ ফেব্রুয়ারি নূর করিম সুজন নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করা হয়। এটি প্রচার করেন শমসের আলী। তিনি নগরীর ফেরিঘাট মোড়ে এফ কে ট্রেডিং নামক প্রতিষ্ঠানের ডিপো ইনচার্জ।

ওই ঘটনায় নগরীর দৌলতপুর থানার রেলগেট এলাকার এস এম ফজলুল হকের ছেলে মো. ইমদাদুল হক বাদী হয়ে মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামি শমসের আলীকে তার রেলওয়ে কলোনির বাসা থেকে গ্রেফতার করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, শমসের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এর আগে ইমদাদুল হক জেলা প্রশাসকের কাছে এক আবেদনে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের ব্যঙ্গাত্মক ছবি, কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করায় আমি মর্মাহত ও ব্যথিত।

Bootstrap Image Preview