Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুহম্মদ জাফর ইকবালের গল্পে সিয়াম-পরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৪:০৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২০, ০৪:০৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশের স্বনামধন্য কথাসাহিত্য ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী মুহম্মদ জাফর ইকবাল। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। প্রথমবারের মতো তার গল্পে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরীমনি।

২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

আগামী ১৩ মার্চ সদরঘাট থেকে লঞ্চযাত্রার মধ্য দিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। সুন্দরবন গিয়ে এ যাত্রা শেষ হবে। মাঝে ২৫ দিন লঞ্চে বিরতিহীনভাবে শুটিং হবে বলে জানান ছবিটির পরিচালক আবু রায়হান জুয়েল।

তিনি বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার শুটিং ১৩ মার্চ শুরু হবে। লঞ্চে একটানা শুটিং করব। থাকা, খাওয়া, ঘুমানো, শুটিং সবই হবে লঞ্চে। এরপর ঢাকায় ফিরব।’

জানা যায়, ঢাকা, মংলা, সুন্দরবন, চাঁদপুর ও বরিশালের নদীপথে এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শিশুশিল্পী নির্বাচন করতে অভিনয়শিল্পী আশীষ খন্দকারকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। ছবিটির জন্য গানও লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল।

উল্লেখ্য, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম-পরী। ইতিমধ্যে ছবিটির গান দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। চলতি বছরের বিশেষ কোনো দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Bootstrap Image Preview