Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাসে ৮০০ ছাড়িয়েছ মৃতের সংখ্যা, সেরে উঠেছে ২১৫২ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৭ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


করোনাভাইরাসের বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩-তে। আর এতে আক্রান্ত হয়েছেন চীনের প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। করোনাভাইরাসে শুধু চীনেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১-তে। তবে আশা জাগাচ্ছেন এ রোগ থেকে সেরে ওঠা ২১৫২ জন।

আজ রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট। তবে আশা জাগাচ্ছে এ রোগের চিকিৎসায় বিশেষজ্ঞদের ক্রমে গড়ে ওঠা দক্ষতা। এ রোগ থেকে এখন পর্যন্ত সেরে উঠেছে ২ হাজার ১৫২ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ২৫টির বেশি দেশে ভাইরাসে আক্রান্ত রয়েছেন তিন শতাধিক মানুষ।

গত শুক্রবার থেকে শনিবার মধ্যরাতের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের। এরমধ্যে ৮১ জন হুবেই প্রদেশের। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে শহরটির বাসিন্দাদের মৃত্যুর খবর সবচেয়ে বেশি জানা গেছে।

Bootstrap Image Preview