Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৩ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৩ PM

bdmorning Image Preview


ভারতের পাঞ্জাবের তারান জেলায় আতশবাজির আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পাঞ্জাব পুলিশ জানিয়েছে, একটি ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি থেকে আগুন লেগে শনিবার (৮ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ২০ বছরের কম।

পুলিশের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ট্র্যাক্টরে করে আতশবাজি নিয়ে আসার সময় ধর্মীয় অনুষ্ঠান চলছিল। এ সময় হঠাৎ আতশবাজির আগুন ওই ট্রাক্টরে গিয়ে পড়ে আর বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, আতশবাজিগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন পটাশিয়াম ছিল। এ কারণে বিস্ফোরণে এতো সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।

এ দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Bootstrap Image Preview