Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের জলসীমায় ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০২:৪৫ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০২:৪৫ PM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা থানায় তাদের হস্তান্তর করা হয়। ট্রলারে থাকা মাছ নিলামে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার।

মোংলা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিয়মিত টহলের সময় ভারতীয় ফিশিং বোট সুদীপ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করার অপরাধে ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্মকর্তা তরিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Bootstrap Image Preview