Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৯:২৩ AM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২০, ০৯:২৩ AM

bdmorning Image Preview


রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দুই ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তেজগাঁও ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু হয়। মোট ২২টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview