Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিশংসন থেকে অব্যাহতি পেয়ে ‘উদযাপন’ করলেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫২ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫২ PM

bdmorning Image Preview


কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্ত বিচারে অভিশংসন থেকে অব্যাহতি পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর অভিশংসন থেকে মুক্তি পাওয়ার বিষয়টি প্রতিপক্ষকে কটাক্ষ করে উদযাপন করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার পরদিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের আইনপ্রণেতা এবং নিজের আইনজীবীদের সঙ্গে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, 'আমরা অনেক অন্যায়ের মধ্য দিয়ে গেছি। আমরা কোনো ভুল করিনি।’

প্রতিপক্ষের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এটি মন্দ ছিল, এটি দুর্নীতিগ্রস্ত ছিল।'

গত বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটিতে জিতে অভিশংসন থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্প বলেন, 'আমরা কোনো কিছু অন্যায় করিনি। শেষ পর্যন্ত যা ফল হয়েছে, সেটাই আসল ঘটনা।’

২০১৮ সালের জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একটি ফোনালাপ ফাঁসের পর থেকেই বিতর্ক শুরু হয়।

অভিযোগ ওঠে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। তা ছাড়া তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে সেটাতেও বাধা প্রদান করেন ট্রাম্প। এই দুই অভিযোগে গত ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ট্রাম্প।

নিম্নকক্ষটি ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় অনুমতিভাবেই রায় ট্রাম্পের পক্ষে গেছে।

তবে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ ভোটের।

স্থানীয় সময় বুধবার ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

Bootstrap Image Preview