Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুখে মাস্ক না বাধায় চীনা নারী গ্রেফতার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৯ PM

bdmorning Image Preview


নতুন করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা চীন। ছোঁয়াচে ভাইরাসটিতে থেকে রেহাই পেতে মুখে মাস্ক বেঁধে রাখা, ঘরে অবস্থান করাসহ একাধিক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এর মধ্যে দেশটির এক নারী মুখে মাস্ক বাঁধতে রাজি না হওয়া তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তার সঙ্গে বেশ ধস্তাধস্তিও হয়।

রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনচেন এলাকায় এই ঘটনা ঘটে।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কুই নামে ওই নারীর মুখে মাস্ক ছিল না। সুপার মার্কেট থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় পুলিশ। এমন সময় পুলিশ সদস্যদের দিকে বেশ কয়েকবার লাথিও ছোড়েন। পরবর্তীতে মাটিতে চেপে ধরে তার হাত বেধে ফেলে পুলিশ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনে মহামারি আকার ধারণ করা ভাইরাসটির প্রভাব ঠেকাতে দেশটির সরকারের পদক্ষেপ পর্যাপ্ত ছিল না বলে স্বীকার করেছেন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতাদের কমিটি।

সোমবার পর্যন্ত ৪২৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০ হাজার লোক। প্রতিদিনই নতুন করে ৩০০০ জন আক্রান্ত হচ্ছে।

দেশটিতে সোমবারই নতুন করে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে চায়না ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে। সবাই হুবেই প্রদেশের বাসিন্দা যেখান থেকে ভাইরাসটি ছড়িয়েছে।

চীনের বাইরে অন্যান্য দেশে ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Bootstrap Image Preview