Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়া থেকে আরো বেশি তেল আমদানি করবে পাকিস্তান: মাহথির মোহাম্মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৫:০৭ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০৫:০৭ PM

bdmorning Image Preview


ভারতের নাগরিক আইনের প্রতিবাদ করার কারণে মালয়েশিয়ার তেল আমদানি বন্ধ করার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতেই মালয়েশিয়া থেকে আরো বেশি পরিমাণে পাম অয়েল তেল আমদানি করবে পাকিস্তান।

মঙ্গলবার পুত্রজায়ায় সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড মাহথির মোহাম্মদ। গুরুত্বপূর্ণ আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড মাহথির মোহাম্মদ বেশি বেশি করে পাম অয়েল তেল আমদানীর জন্য জানালে তখন ইমরান খান বলেন, আমরা প্রস্তুত রয়েছি মালয়েশিয়া থেকে তেল নেওয়ার জন্য।

ড মাহথির মোহাম্মদের সঙ্গে একমত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান লক্ষ্য করেছে যে কাশ্মীর কে সমর্থন দেওয়ার জন্য মালয়েশিয়া থেকে পাম তেলের আমদানি কর্তনের উপর ভারত হুমকি দিয়েছে। এছাড়াও ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করে মালয়শিয়া থেকে তেল কর্তনের জন্য আমদানিকারকদের পরিশোধিত পাম তেলের আমদানি নিষিদ্ধ করে ভারত।

ইমরান খান বলেন, মালয়েশিয়ার যে ক্ষতি হয়েছে পাকিস্তান সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এ সময় ড মাহথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ার জাতীয় গাড়ি প্রস্তুতকারক প্রোটন কোম্পানি ম্যানুফ্যাকচারিং পাকিস্তানের একটি অ্যাসেম্বল প্লান্টে বিনিয়োগের আশা করছে। তিনি আরো বলেন, পাকিস্তানের বিশাল জনগোষ্ঠীর জন্য স্পষ্টই তাদের এসব প্রয়োজন রয়েছে তাই মালিশ এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে উৎপাদিত হতে পারে গাড়ি গুলো।ইমরান খান বলেন, গত মধ্য ডিসেম্বরের ওই সম্মেলনে আমি উপস্থিত হতে পারিনি। এতে কতটা দুঃখ পেয়েছি, তা আমি বলতে চাই।

তিনি বলেন, আমাদের ঘনিষ্ঠ বন্ধুরা মনে করেছেন যে মুসলিম উম্মাহকে বিভক্ত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কিন্তু তারা ভুল ধারনা পোষণ করেছেন বলে এখন সত্যিকার প্রমাণ হয়ে গেছে।গত বছরের ডিসেম্বরে ওই সম্মেলন উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Bootstrap Image Preview