Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের কাছে সাহয্যের আকুতি চীনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০২:০৮ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ০২:০৮ PM

bdmorning Image Preview


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। একদিনেই হুবেই প্রদেশে মারা গেছে ৬৪ জন। এর আগের দিন মারা গিয়েছিল ৫৭ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। একদিনেই সংক্রমণের সংখ্যা তিন হাজার বৃদ্ধি পেয়েছে। চিকিৎসার জন্য সেখানে প্রয়োজনীয় উপকরণেরও সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন মুখপাত্র বলেছেন, চীনের এ মুহূর্তে জরুরিভাবে মেডিক্যাল মাস্ক, প্রটেকটিভ স্যুট ও নিরাপত্তা চশমা দরকার।

ইতোমধ্যে চীন করোনাভাইরাস মোকাবেলায় নিজেদের ভুল আর ঘাটতির কথা স্বীকার করে নিয়েছে।

উহানে দ্রুততার সাথে দুটি নতুন হাসপাতাল করা হয়েছে, যদিও সেগুলো এখনো পুরোপুরি কার্যক্রম শুরু করেনি। ওই প্রদেশের সব মানুষের জন্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

দ্যা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি বলেছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সিস্টেমের আরও উন্নতি করতে হবে। মহামারি প্রতিরোধে কর্মকর্তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদের শাস্তির মুখে পড়তে হবে।

এর মধ্যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক কিশোরের মৃত্যুর পর দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বন্যপ্রাণীর বাজারে বড় ধরনের অভিযান চালানোর আদেশ দেওয়া হয়েছে। সাংহাইয়ের মতো কিছু শহরে নতুন বছরের ছুটি বাড়ানো হয়েছে। বন্ধ আছে স্কুলগুলোও।

২০০২-০৩ সাল সার্সে মৃত্যুর রেকর্ড ইতোমধ্যেই অতিক্রম হয়েছে। চীনের বাইরে এপর্যন্ত অন্তত ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে একজনের মৃত্যুও হয়েছে।

Bootstrap Image Preview