Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজ্ঞানীদের তাক লাগিয়ে করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ AM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ AM

bdmorning Image Preview


বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। মানুষের মাধ্যমে ছড়ানো ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪২৫ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা ২০ হাজারের অধিক।

গোটা বিশ্ব যখন মহামারি এই ভাইরাস নিয়ে আতঙ্কিত, তখনই চীনে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনায় আক্রান্ত এক মা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য চায়না ডেইলির প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংশিয়াং প্রদেশের রাজধানী হারবিনের এক হাসপাতালে সুস্থ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত ওই মা।

শহরটির স্বাস্থ্য কমিশন জানায়, সম্প্রতি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারী হারবিনের সেই হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি এক সুস্থ সন্তানের জন্ম দেন।

সোমবার এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৩০ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারী একটি সন্তান প্রসব করেন। নবজাতকটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তার ওজন তিন কেজির কিছু বেশি। জন্মগ্রহণের পর বাচ্চাটির আপগার স্কোর ছিল দশ। তাই নির্জনে রেখে বেশ কয়েকদিন নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। দুজনই এখন স্বাভাবিক।

এ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মাত্র ১০ দিনে নতুন একটি হাসপাতাল নির্মাণ করেছে চীন। সোমবার থেকে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনবিসি।

বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তাছাড়া আতঙ্কে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এমনকি যুক্তরাষ্ট্রেও ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সবাই সম্প্রতি চীনে ভ্রমণ করেছেন কিংবা সেখানে বসবাস করেন।

আরও পড়ুন : ৪৮ ঘণ্টার মধ্যেই সারবে করোনা

অপরদিকে চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

Bootstrap Image Preview