Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরুষের প্রজনন স্বাস্থ্য ও ডায়াবেটিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৪৭ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:৪৭ PM

bdmorning Image Preview


ডায়াবেটিস একটি সর্বগ্রাসী শারীরিক সমস্যা; যা শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আচ্ছন্ন করে ফেলে। ডায়াবেটিসের রোগীরা মানসিক ভাবেও আক্রান্ত থাকেন। ডায়াবেটিস শরীরের কোষগুলোর বহুবিধ পরিবর্তন সাধিত করে; যা ক্রমশ দীর্ঘ স্থায়ী ও ক্রম অগ্রসরমান শারীরিক সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন হলো ডায়াবেটিস প্রজনন স্বাস্থ্যকে কিভাবে আক্রান্ত করে। প্রতি বছরই বিপুল সংখ্যক যুবক-যুবতী নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে প্রধনত টাইপ ২ ডায়াবেটিসে, কেউ কেউ টাইপ ১ ডায়াবেটিসে। সাম্প্রতিক কালের অনেকগুলো গবেষণা লব্ধ ফলাফল এটি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছে, ডায়াবেটিস বিশেষত যাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ভালো নয়, তাদের ক্ষেত্রে ডায়াবেটিসই সন্তান ধারণের প্রধান বাধা। এমনকি প্রি-ডায়াবেটিস অবস্থাতেও পুরুষ-মহিলাদের প্রজনন ক্ষমতা ঝুঁকিতে থাকে।

ডায়াবেটিস কিভাবে পুরুষের প্রজনন স্বাস্থ্যকে আক্রান্ত করে :

ডায়াবেটিস, সুনির্দিষ্টভাবে রক্তের অতিরিক্ত গ্লুকোজ, পুরুষের প্রজনন তন্ত্রের প্রায় প্রতিটি অঙ্গকে কমবেশি ক্ষতিগ্রস্ত করে। এ ক্ষেত্রে নিয়ামকের ভূমিকায় থাকে ডায়াবেটিসের বয়স, ডায়াবেটিস অনিয়ন্ত্রণের মাত্রা এবং দৈহিক স্থুলতা। ফলস্বরূপ নিম্ন বর্ণিত কমপক্ষে ৪টি

সমস্যা দেখা দিতে পারে।

ইলেক্টোরাল ইরেক্টাইল : ডায়াবেটিস আক্রান্ত পুরুষদের ইলেক্টোরাল ডিসফাংশন একটি কমন সমস্যা, যা ¯œায়ুবিক কারণে হতে পারে; লিঙ্গে রক্ত সরবরাহ বিঘ্নের কারণে হতে পারে অথবা উভয়ের সমন্বিত ফল হতে পারে। ইজাকুলেটরি সমস্যা : রোগীর ইজাকুলেটরির দুরকমের সমস্যা হতে পারে। ক) ইজাকুলেটরি না হওয়া এবং খ) দুরকমের ইজাকুলেটরি হওয়া। এ দুক্ষেত্রেই পুংলিঙ্গের ¯œায়ুবিক সমস্যা প্রধান ভূমিকা রাখে। পুরুষটির মানসিক সমস্যাও ভূমিকা রাখতে পারে।

নিম্নমানের শুক্রাণু : ডায়াবেটিসে আক্রান্ত পুরুষের প্রজনন তন্ত্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশ হতে পারে শুক্রাশয় বা অন্ডকোষ। হাইপোগোনাডিজম : প্রতি ৪ জন ডায়াবেটিস পুরুষের কমপক্ষে ১ জন টেস্টোসটেরন হরমোনের ঘাটতিতে আক্রান্ত। টেস্টোসটেরন হরমোনটি পুরুষদের প্রধান যৌন হরমোন। এর অভাবে পুরুষের সামগ্রিক প্রজনন ক্ষমতাকে ব্যাহত করে। তাই সচেতন হোন।

ডা. শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Bootstrap Image Preview