Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৪:৫০ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ০৪:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত সরকারের প্রতিশ্রুতির পরেও সীমান্তে হত্যাকাণ্ড দুঃখজনক। সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটেই চলেছে। এ ধরনের হত্যাকাণ্ডকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুর মোমেন বলেন, আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। যখনই এ ধরনের কোনও ঘটনা ঘটে তখনই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি এগুলো কেন হচ্ছে? বিশেষ করে এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে।

মোমেন বলেন,  যখনই সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটে তখনই আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত এবং এর মধ্যে এগুলো কেন হবে। তখন তিনিও আমাদের সাথে একমত হয়ে বলেন এ বিষয়ে তার সরকারের নজরে আনবেন।

উল্লেখ্য, গত ২০১০ সালে বাংলাদেশ-ভারত সম্মত হয়েছিল যে, সীমান্তে একটিও হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না। এবং কোনো পক্ষই প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু তারপরও একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড ঘটেই চলছে।

Bootstrap Image Preview