Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমন স্বচ্ছ নির্বাচন ১০০ বছরে হয়নি :হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১৩ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৯:১৩ PM

bdmorning Image Preview


'তারা (বিএনপি) যদি নিজেদের করা অভিযোগগুলো প্রমাণ করে না দেখাতে পারে তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে'

বিগত ১০০ বছরে ঢাকার দুই সিটির নির্বাচনের মতো এমন স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।মাহবুব-উল-আলম হানিফ বলেন, "বিএনপি'র অভিযোগ অমূলক। এমন স্বচ্ছ ও অবাধ নির্বাচন বিগত ১০০ বছরে আর হয়নি।"

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, "মির্জা ফখরুল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এসব অভিযোগ লিখে রেখেছিলেন। নিজেদের পুরনো অভ্যাসমতো তারা নির্বাচন নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন। তাদের অভিযোগগুলো হাস্যকর।"

হানিফ আরও বলেন, "তারা (বিএনপি) যদি নিজেদের অভিযোগগুলো প্রমাণ করে না দেখাতে পারে তাহলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পরাজয় নিশ্চিত জেনে আগেভাগেই তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলছেন।"

"বিএনপি মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না," যোগ করেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকায় বিএনপিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিকাল ৪ টায় শেষ হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

Bootstrap Image Preview