Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নয়াপল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৬:৩৯ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুব বকর সিদ্দিক বলেন, বিএনপির অফিসের সামনে লোকজন জড়ো হয়েছিল। তার পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Bootstrap Image Preview