Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে তাপসের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৮ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৮ AM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটে এ মন্তব্য করেন তাপস। এ সময় ডিএসসিসির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তাপস বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোনো ঝুঁকি নেই। তবে ভোটার কম। বেলা বাড়লে ভোটার সংখ্যাও বাড়বে। তখন এ রকম পরিবেশ থাকলে নৌকার জয় হবেই।

নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Bootstrap Image Preview