Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়ের ব্যাপারে আশাবাদী আতিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪০ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪০ AM

bdmorning Image Preview


ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরার ১ নম্বর ওয়ার্ড আওতাধীন নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।

আতিকুল বলেন, ‘আমার ইচ্ছে ছিল প্রথম ভোটটা দিব। আলহামদুলিল্লাহ প্রথম ভোটটা দিলাম।’

নির্বাচনে যে কোনো ফল হলে তা মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও নির্বাচন করেছি, বিজিএমইএ নির্বাচন করেছি। ভোটের ফল যেমনই হোক মেনে নেব। তবে আমি জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিগত ৯ মাস যেভাবে কাজ করেছি, দেশজুড়ে নৌকা যে উন্নয়ন করেছে, তা জনগণ মনে রাখবে এবং নৌকায় ভোট দেবে বলে আমার বিশ্বাস।’

প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন আতিক। তিনি বলেন, ‘আমার বুথে প্রথম ভোট আমি দিয়েছি। আঙুলের ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব তথ্য ভেসে ওঠে। আঙুলে কালি লাগেনি। ভোট দেওয়ার পর কনফার্ম বার্তা ভেসে উঠেছে, বেশ ভালো লাগছে।’

বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুনের পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের ব্যাপারে আতিকুল বলেন, ‘আমি এসে কোনো সমস্যা দেখিনি। তবে আমি আসার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে বলেছেন। আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। আমাদের উচিত এভাবেই সবার প্রতি আচরণ করা। আমি তাকে বলেছি যে, তার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলব।’

Bootstrap Image Preview