Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার রাজধানীতে দাবানলের হানা , জরুরি অবস্থা জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ০৬:৩৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া ভয়া’ভহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়ও দাবানলের শঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

খবর রয়টার্সের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার রাজধানীতে তীব্র তাপমাত্রা এবং বাতাসের কারণে দাবানল ছড়ানোর আ’শঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়।

কর্মকর্তারা আরও জানায়, ক্যানবেরার খুব কাছাকাছি দাবানলে এসে পড়েছে। এই বিষয়ে ক্যানবেরার মুখ্যমন্ত্রী বলেন, আগুনকে নিয়ন্ত্রণে আনা আমাদের জন্য কষ্টসাধ্য হতে পারে।

শুক্রবার থেকে জারি হওয়া এই জরুরি অবস্থা আগামী ৭২ ঘণ্টার জন্য ক্যানবেরায় জারি করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যেও নতুন করে দাবানল ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মা’রা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে দেশটির এক কোটি ত্রিশ লাখ একর জমি।

Bootstrap Image Preview