Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাণঘাতি করোনাভাইরাসের চিকিৎসায় ১১৯ কোটি টাকা দিলেন জ্যাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM

bdmorning Image Preview


প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।বেইজিং জানিয়েছে, চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন। ভাইরাস সংক্রমণের পর থেকে প্রতিদিন সকালে নিহত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করছে চীন।

এদিকে, মরণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসার সহায়তা করতে ১১৮ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৫২০ টাকা (১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার) অনুদান দিয়েছেন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাক মা ফাউন্ডেশন জানায়, এর মধ্যে ৪৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৪৪ টাকা (৫৮ লাখ মার্কিন ডলার) দান করা হয়েছে দুটি চীনা গবেষণা প্রতিষ্ঠানকে। বাকি অর্থ করোনাভাইরাস 'প্রতিরোধ ও চিকিৎসা' কাজে ব্যবহৃত হবে।

বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত শনিবার প্রতিষ্ঠানটি হুবেই প্রদেশ এবং উহান শহরে চিকিৎসা সেবা সরবরাহের জন্য ১ কোটি ৪০ লাখ ডলারের (১ বিলিয়ন ইউয়ান) ফান্ড গঠন করার ঘোষণা দেয়।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা এবং এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা সংগঠনগুলোকে বিনামূল্যে কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করার প্রস্তাব দেয় আলিবাবা।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের মূল ভূখণ্ডের বাইরে থাইল্যান্ড, জাপান, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ কমপক্ষে ১৮টি দেশে ৯৮ জনের মধ্যে এই সংক্রমণের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের প্রাদুর্ভাবকে 'বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা' হিসেবে ঘোষণা করেছে। তবে চীনের বাইরে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র উহান শহর থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে।

এরই মধ্যে প্রায় ২০০ যুক্তরাষ্ট্রের নাগরিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাঁটিতে আলাদা করে রাখা হয়েছে। যেখানে তারা অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তা চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১৮টি দেশে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট।এর আগে বৃহস্পতিবার সকালে চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৭০ বলে জানায়। এক দিনের ব্যবধানে তা ২১৩-তে পৌঁছেছে। ফলে এই সময় মৃতের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।

Bootstrap Image Preview