Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার ছুঁলেন রোনালদো 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০৮:৫৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০৯:০৬ PM

bdmorning Image Preview


সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের প্রথম ইউজার হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ইউজারের মালিক হয়েছিলেন রোনাল্ডো। সেই ধারা বজায় রেখে প্রথম ২০০ মিলিয়ন ফলোয়ারের গন্ডিও ছুঁয়ে ফেললেন জুভেন্তাস মহাতারকা।

 এক ভিডিওবার্তায় ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বিশ্ব ফুটবলের মহাতারকা। ‘ওয়াও ২০০ মিলিয়ন!!! প্রত্যেককে ধন্যবাদ এই জার্নিতে আমার পাশে থাকার জন্য।’

জুভেন্তাস জার্সিতে বার্ষিক ৩৪ মিলিয়ন ডলার পারিশ্রমিকের পাশাপাশি রোনাল্ডোর বার্ষিক আয়ের অনেকটা জুড়েই রয়েছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও ইনস্টাগ্রাম পোস্ট। 

সমীক্ষায় প্রকাশ ক্লাবের পারিশ্রমিক, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ইনস্টা পোস্ট সবমিলিয়ে রোনাল্ডোর বার্ষিক আয় ৪৭.৮ মিলিয়ন ইউরো। অর্থাৎ চুক্তি মোতাবেক জুভের বেতন বাদ দিলে বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও ইনস্টাগ্রাম পোস্ট থেকে পর্তুগিজ সুপারস্টারের বার্ষিক আয় ১৩.৮ মিলিয়ন ডলার।

Bootstrap Image Preview