Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৃষি গবেষণা ইনস্টিটিউটের কবরস্থান থেকে ৩০টির মতো কঙ্কাল চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০৮:৪১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০৮:৪১ PM

bdmorning Image Preview


গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টির মতো কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা চুরির এ ঘটনা জানতে পেরেছেন।বারি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারী আব্দুল ওহাব মোল্লা জানান, গত কয়েকদিন ধরেই ওই কবরস্থান থেকে চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে আবারও কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যাই। সেখানে তার স্ত্রী, মেয়ে ও ভগ্নিপতির কবর রয়েছে।

তিনি বলেন, সকালে গিয়ে দেখি কয়েকটি কবরস্থানের কঙ্কাল চুরির আলামত রয়েছে এবং সেখানে কয়েক জোড়া হ্যান্ডগ্লাভস ও চাকু পড়ে আছে। গত কয়েকদিনে ৩০টির মতো কঙ্কাল চুরি হয়েছে।

একই খবর শুনে কবরস্থানে যান বারি’র সাবেক কর্মচারী ওয়াজি উল্লাহ’র স্ত্রী নুরুন্নাহার। তিনি বলেন, ৪ বছর আগে ওই কবরস্থানে তার ভাই আ. করিমের লাশ দাফন করা হয়। সেখানে কোনোই নিরাপত্তা নেই। বারির বাউন্ডারির পাশেই মাদকসেবীদের আস্থানা রয়েছে। নিরাপত্তাকর্মীরা সঠিক দায়িত্বপালন করেন না। বছর খানেক আগে কবরস্থানের দক্ষিণে আবাসিক এলাকায় এক খুনের ঘটনা ঘটেছে।

বারি’র সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নীচে ফাঁকা স্থান রয়েছে। এছাড়া ওই এলাকায় রাতে লাইটের ব্যবস্থা নেই। এসব সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি আরও বলেন, কবরস্থান থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি হ্যান্ডগ্লাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি মধ্যে রাত্রীকালীন যেকোনো সময় চুরির এ ঘটনা ঘটে থাকতে পারে।

গাজীপুর সদর থানা পুলিশের ওসি মো. আলমগীর ভূইয়া জানান, ২৪টির মতো কবরের কঙ্কাল চুরির খবর পেয়েছে। এ ব্যাপারে বারি’র পক্ষ থেকে বৃহস্পতিবার সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview