Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শনিবার, জুন ২০২০ | ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ছেলের বয়সী নায়কের সাথে প্রেম করছে দেবশ্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০৫:৪৫ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


কলকাতার সিনেমার একজন সফল অভিনেত্রী দেবশ্রী রায় । প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও। অনেক বছর ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী।

নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।

চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।

জানা গেছে, ঝাড়খন্ড ও রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুমি কি সেই?’ সিনেমার শুটিং।

এদিকে সমান তালে চলছে দেবশ্রীর রাজনীতি। কিছুদিন আগেই বিজেপিতে যাওয়ার কথা শোনা গিয়েছিল তার। তবে এখনও পর্যন্ত আর কিছু জানা যায়নি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের রায়দিঘির বিধায়ক রয়েছেন তিনি।

Bootstrap Image Preview