Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নোয়াখালী মিছিল ও মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৪৬ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৯:৫২ PM

bdmorning Image Preview


সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীসহ দুই শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন করেছে বৃহত্তর নোয়াখালীর সর্ব বৃহৎ সামাজিক সংগঠন নিরাপদ নোয়াখালী চাই ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের সর্ব্বোচ্চ শাস্তি মত্যুদন্ডের দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান রাসেল, তিনি বলেন,সারাদেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে, এমতাবস্থায়, সরকার ও প্রশাসনকে যৌথ উদ্যোগ না নিলে ধর্ষণের নগরীতে পরিনত হবে সমগ্র দেশ,তাই অনতিবিলম্বে ধর্ষনের সবোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে তা জনসম্মুখে কার্যকর করে ধর্ষণ নামক এই মহামারী ব্যধিকে শূণ্যের কোটায় নামিয়ে আনা সম্ভব,

এই সময় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য নিরাপদ নোয়াখালী চাই বেগমগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক এ.আর টিটু,নোয়াখালী পেজের মিজানুর রহমান, মুনিম ফয়সাল, নিরাপদ নোয়াখালী চাই নোয়াখালী কলেজ শাখার সভানেত্রী ফাহিদা রিপু, সাধারণ সম্পাদক তানভির,ফাহাদ,জুয়েল,হাছান,লোকমান,এশা মনি প্রমুখ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি প্রতীকি চক্ষুলজ্জা মিছিল জেলা প্রশাসকের কার্যালয় থেকে টাউন হলের মোড় প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Bootstrap Image Preview