Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯-এ ফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৬:১১ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৬:১১ PM

bdmorning Image Preview


অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন নোয়াখালীর মো. কামরুজ্জামান (২৮)। ফোনে অভিযোগ করে বলেন, কেউ তার স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে। অভিযোগ বিশ্বাসযোগ্য করতে স্ত্রীর মরদেহ নগ্ন করে রেখেছিলেন তিনি।

তবে পুলিশের তদন্তে ধরা পড়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন কামরুজ্জামান।

বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার গুলশান সোসাইটির একটি বাসা থেকে বিবি ফাতেমা ওরফে লিপি (২২) নামে অন্তঃসত্ত্বা ওই নারীর লাশ উদ্ধারের পর তার স্বামী কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। চট্টগ্রাম নগরীতে দিনমজুরের কাজ করেন তিনি। স্ত্রীকে নিয়ে বাংলাবাজারের গুলশান সোসাইটির একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

ওসি বলেন, দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার বিকালে কামরুজ্জামান তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মাথায় আঘাত করে খুন করে চলে যায়। রাতে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তার স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কামরুজ্জামানকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

ওসি প্রিটন আরও বলেন, মঙ্গলবার বিকালে কামরুজ্জামান বাসায় এসে স্ত্রীকে রান্নার কথা বললে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় কামরুজ্জামান স্ত্রীকে থাপ্পড় মারলে তিনি (স্ত্রী) শার্টের কলার ধরেন। তখন কামরুজ্জামান পুতা দিয়ে লিপির মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এ সময় কামরুজ্জামান লিপির পরনের জামা ছিঁড়ে বিবস্ত্র করে পুনরায় কাজে চলে যায়।

এ ঘটনায় লিপির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। লিপির পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ে কামরুজ্জামান যৌতুকের জন্য লিপিকে নির্যাতন করতেন।

গত চার মাস আগে লিপি বাবার বাড়ি চলে যান। কামরুজ্জামান গিয়ে তাকে আবার ফিরিয়ে আনেন। এর মাঝে কামরুজ্জামানকে এক লাখ টাকা দেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

কামরুজ্জামান পুলিশকে জানায়, তিনি আগে ওমানে থাকতেন। চার বছর আগে লিপিকে পারিবারিকভাবে বিয়ে করেন। ওমানে ভালো কিছু করতে না পেরে বছরখানেক আগে দেশে চলে আসেন এবং চট্টগ্রামে এসে দৈনিক মজুরির ভিত্তিতে নির্মাণাধীন ভবনে ইট-বালি টানার কাজ করেন। চট্টগ্রামে এসে তিনি প্রথমে শেরশাহ এলাকায় ভাইয়ের বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। এক মাস আগে বাংলাবাজার গুলশান সোসাইটির কামাল সাহেবের ভবনের দ্বিতীয় তলায় বাসা ভাড়া নেন।

Bootstrap Image Preview