Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আকবররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:৪০ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:৪০ PM

bdmorning Image Preview


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জিতে গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে আকবর আলীর দল।

দক্ষিণ আফ্রিকা 'ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি চোটের কারণে ছিটকে গেছেন। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন রুয়েল মিয়া। এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন আরেক অলরাউন্ডার শামীম হোসেন।

মৃত্যুঞ্জয়কে না পেলেও শামীম দ্রুতই সেরে উঠবেন বলে আশাবাদী বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী। তাঁর বিশ্বাস, দল যেরকমই আছে সেটা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে পারবে তাঁর দল।

এ প্রসঙ্গে আকবর বলেন, 'ইনজুরির উপর আমাদের কোনো হাত নেই। মৃত্যুঞ্জয়কে পাওয়া যাচ্ছে না। কিন্তু শামীম ম্যাচ শুরুর আগে সেরে উঠবে বলে আশাবাদী। টিম যেরকমই থাকবে সেটা নিয়েই আমাদের লড়াই করতে হবে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে আকবর বলেছেন, 'আমার মনে হয় ফিফটি-ফিফটি চ্যালেঞ্জিং খেলা হতে চলেছে। কারণ তারা খুব ভালো একটা দল। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো করলে তাদের হারানো সম্ভব। পাকিস্তান ম্যাচে ব্যাটিং এতোটা ভালো হয়নি। আমরা কিছু বাজে শট খেলছি।'

প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং-বোলিং দুই বিভাগ নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ। পরিকল্পনা জানিয়ে আকবর বলেছেন, 'চেষ্টা করছি কিভাবে ভুলের সংখ্যা কমিয়ে আনা যায়। ব্যাটিংয়ের দিকে আমরা মনোযোগ বেশি দিয়েছি। বোলিংয়ে আমরা ফার্স্ট পাওয়ার প্লে এবং লাস্ট পাওয়ার প্লেতে টাইট বোলিংয়ের চেষ্টা করবো। তাদের বিপক্ষে লাইন লেন্থ বজায় রাখার লক্ষ্য থাকবে।'

Bootstrap Image Preview