Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হ্যামস্ট্রিং চোটে প্রথম রাউন্ড খেলবেন না মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:৩৪ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


নিরাপত্তা এবং পারিবারিক কারণে পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এই সময় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাতানোর কথা ছিল তাঁর। কিন্তু টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়লেন তিনি।

হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম রাউন্ড খেলা হচ্ছে না বিসিবি উত্তরাঞ্চলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের। বিষয়টি নিশ্চিত করেছে দলটির কর্তৃপক্ষ।

অবশ্য এই বিসিএলে প্রথম রাউন্ডসহ আরও একটি রাউন্ডে এবার জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। তাই বাড়তি একটু উত্তেজনার রসদ আছে বটে। 

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়া আগে এক রাউন্ড খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। এরপর দেশে ফিরে আরও একটি রাউন্ড খেলার সুযোগ থাকবে তাদের।

যদিও প্রথমে শোনা যাচ্ছিল টুর্নামেন্টের তিন রাউন্ডই খেলবেন মুশফিক। কিন্তু ইনজুরি তাঁকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে দিয়েছে।

টুর্নামেন্টের অষ্টম আসর শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেল প্লেয়ার্স ড্রাফট। 

বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

Bootstrap Image Preview