Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোহলির ফিটনেস চর্চা দেখে চোখ কপালে উঠল সবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ০২:০৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ০২:০৫ PM

bdmorning Image Preview


মাঠে তার দুরন্ত পারফরম্যান্স প্রাণভরে উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই ফর্ম ধরে রাখতে যে খেলার বাইরে কত শ্রম দিতে হয় বিরাট কোহলিকে, সেটি কজনই বা জানেন? ভারতীয় অধিনায়ক বরাবরই ফিটনেসের ব্যাপারে ভীষণ সচেতন। এই জায়গায় এক বিন্দু ছাড় দিতেও নারাজ তিনি।

এবার কোহলি নিজেই ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করলেন, যেখানে ৩১ বছর বয়সী এই ক্রিকেট সেনসেশনের ফিটনেস চর্চা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে কোহলির পোস্ট করা ভিডিওতে ধরা পড়ল তার ফিটনেসের নেপথ্য-রহস্যও। সেই ভিডিওই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

কোহলি অধিনায়ক হওয়ার পর থেকেই ভারতীয় দলে অন্যদের মধ্যে ফিটনেসের বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজয়ের পর ক্রিকেটারদের মধ্যে ‘ইয়ো, ইয়ো’ টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছিলেন তিনি।

সেই থেকে এই টেস্টে পাশ করতে পারলেই কেবল জাতীয় দলের জন্য বিবেচিত হচ্ছেন ক্রিকেটাররা। তার ফলও দেখা যাচ্ছে মাঠে। গত কয়েক বছর ধরে সব ফরমেটেই দুরন্ত ভারতীয় দল।

Bootstrap Image Preview