Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'বিপ টেস্টটা একটু জলদি হয়েছে ’ জুনায়েদ সিদ্দিকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের এই টুর্নামেন্টের জন্য মাত্র দুদিনের নোটিশে বিপ টেস্ট দিতে হয়েছে ক্রিকেটারদের। বিষয়টি মেনে নেয়া কঠিন হলেও অজুহাত নেই জুনায়েদ সিদ্দিকীর।

বিসিএল উপলক্ষে সবার আগে অনুশীলন শুরু করেছে উত্তরাঞ্চলের ক্রিকেটাররা। মঙ্গলবার আরিফুল হক, এনামুল হক জুনিয়র, লিটন দাসদের সঙ্গে অনুশীলনে ছিলেন জুনায়েদ সিদ্দিকীও।

 গণমাধ্যমকে জুনায়েদ বলেন, 'বিপ টেস্টটা একটু জলদি হয়েছে কিন্তু এটাও সত্য যে বছরে দুইবার বিপ টেস্টের কথা ছিল। একটু আগে জানানো হলে হয়তোবা আরেকটু ভালো হতো। তবে সবমিলিয়ে সবাই খারাপ করেনি। যারা ট্রেনিংয়ে ছিল তারা কিন্তু বেঞ্চ মার্কটা পেয়েছে।

যেহেতু পেশাদার ক্রিকেটার, সেহেতু কোন অজুহাত হতে পারে না। দুই থেকে তিন দিন মোটে সময় পেয়েছি। এখন যেই খেলবে তাকে পারফর্ম করার চেষ্টা করতে হবে।'

প্রতিবারই দুই লেগে সম্পন্ন হয় বিসিএল। দুই লেগের পরিবর্তে প্রিমিয়ার লিগ আয়োজনের সুযোগ করে নিতে এবারের বিসিএল হচ্ছে এক লেগে।

জুনায়েদ আরও বলেন, 'যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার আর একটা সূচি তো থাকেই। পরবর্তীতে যেহেতু প্রিমিয়ার লিগের ব্যাপার আছে, বাংলাদেশ জাতীয় দলের একটা সূচি আছে।

 এই ব্যাপারটা সম্পূর্ণই বিসিবির ব্যাপার। এখানে খেলোয়াড় হিসেবে আমাদের বলার কোনো এখতিয়ার নেই।'

Bootstrap Image Preview