Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিজ জিতেও আক্ষেপে পুড়ছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১১:০২ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১১:০২ AM

bdmorning Image Preview


তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ম্যাচ হেরে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের সিরিজে কোনো জয় না পেলেও সর্বোচ্চ রান উইকেট শিকারে বাংলাদেশি ব্যাটসম্যান-বোলারদেরই দখলে

সিরিজ জিতলেও সর্বোচ্চ রান ও উইকেট শিকারে কেউই নেই পাকিস্তানের।  তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ খেলে উইকেট শিকারের তালিকায় শীর্ষে শফিউল ইসলাম। সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচে তিনি নিয়েছেন ১ উইকেট। যেখানে ৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন এই পেসার।

অন্যদিকে ১০০ এর বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান তামিম ইকবাল। সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে যথাক্রমে ৩৯ ও ৬৫ রান করেন তামিম ইকবাল। যদিও দুই ম্যাচেই রান আউটের শিকার হন এই ওপেনার। ৫২.০০ গড়ে তামিমের মোট রান ১০৪। এদিকে সিরিজ  জিতলেও পাকিস্তানের মনে রয়ে গেছে হোয়াট ওয়াশ করতে না পারার আক্ষেপ।

Bootstrap Image Preview