Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাতীয় সংসদে সাকিবকে নিয়ে আলোচনা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১০:৫২ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১০:৫২ AM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে সাকিব আল হাসানের বাসায় পাঠিয়েছিলেন। সেই খাবারের ছবিসহ ফেসবুকে শেয়ার করেন সাকিব আল হাসান নিজেই।

এবার সাকিবকে নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে আলোচনা করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম।

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাজে ভাবে হেরেছে টাইগাররা।সংসদে বাংলাদেশের এমন হারের কথা বলতে গিয়ে  সাকিবের প্রসঙ্গ ফখরুল ইমাম।

সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, আমাদের জন্য দুঃসংবাদ। আমাদের বিসিবির প্রভাবশালী সভাপতি পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বোধগম্য নয়, এর আগেও দেখেছি সভাপতি যারা ছিলেন দক্ষতার সঙ্গে চালিয়েছেন।

তিনি বলেন, আশা করি, এটার শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য,ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Bootstrap Image Preview