Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শুক্রবার, অক্টোবার ২০২০ | ১৫ কার্তিক ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে বেঁচে আছেন ১০ বছর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৬:১৮ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৬:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মস্তিষ্কে ফিতাকৃমি নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে বেঁচে ছিলেন টেক্সাসের এক ব্যক্তি। সম্প্রতি তিনি ‘মুক্তি’ পেয়েছেন।

সিবিএস ২১ নিউজে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ফিতাকৃমিটি সফলভাবে অপসারণ করা হয়েছে। অপারেশন করে কৃমি বের করার পর রোগীকে ওষুধ দেয়া হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

চিকিৎসকদের ধারণা, ভালোভাবে রান্না না করা শূকর মাংস খাওয়ায় ওই ব্যক্তির শরীরে কৃমিটি ঢোকে। ধীরে ধীরে এটি বড় হতে থাকে।

তবে প্রায় এক দশক আগে মেক্সিকোতে থাকাবস্থায় এ ঘটনা ঘটে। তবে মাঝে মাঝে তার মস্তিষ্কে ব্যথা অনুভূত হতো। কখনও বমি হতো। গত বছর ফুটবল খেলার সময় জ্ঞান হারান তিনি।

নিউরোসার্জন জর্ডান আমাদিও বলেন, ‘টেক্সাস, ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। তাই পূর্বের ঘটনার অভিজ্ঞতা না থাকলে সমস্যা ধরতে ধরতে অনেক সময় চলে যায়। তখন রোগী মারা যায়।

Bootstrap Image Preview