Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বামীর ক্যারিয়ারের দুঃসময়ে পাশে থাকতে যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৫:৪১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৫:৪১ PM

bdmorning Image Preview


সংসারে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তবে স্বামীর পাশে থেকে তা সামাল দেয়া একজন নারী জন্য বুদ্ধিমানের কাজ। এতে দাম্পত্য জীবন সুখের হয়।

মনে করেন, কোনো কারণে আপনার স্বামী চাকরি হায়িছেন বা ছেড়ে দিয়েছেন। সংসারের খরচ যেহেতু স্বামীকে বহন করতে হয়, সে জন্য তার ওপর চাপ বেশি। তাই হঠাৎ করে চাকরি ছেড়ে দেয়া বা চলে যাওয়া দুটোই সমস্যা।

তবে এ মুহূর্তে আপনার কিছু করণীয় রয়েছে। আসুন জেনে নিই ক্যারিয়ারের দুঃসময়ে স্বামীর পাশে থাকতে যা করবেন-

১. স্বামী হয়তো পরিবারের একমাত্র কর্মজীবী ব্যক্তি। তবে মাথা গরম করবেন না, শান্ত থাকুন। আত্মবিশ্বাস ধরে রেখে স্বামীর পাশে দাঁড়ান।

২. স্বামীর কথা শুনুন ও কীভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে আলোচনা করুন।

৩. স্বামীর চাকরি বা পরিবারের কোনো সমস্যা নিয়ে বাইরের মানুষের সঙ্গে আলোচনা করবেন না।

৪. স্বামীকে নতুন চাকরি একটি পাইয়ে দিতে নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারবেন এমন বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আলোচনা করুন।

৫. ক্যারিয়ারের দুঃসময়ে স্বামীর পাশে থাকুন। তাকে চাকরি খুঁজতে সহযোগিতা করুন। বায়োডাটা লিখতে সাহায্য করুন ও সাহস জোগান।

৬. এ সময় সংসারের খরচের ব্যাপারে সমস্যা হতে পারে। পরিবারের আর্থিক পরিস্থিতি কেমন, সঞ্চয়ের অর্থ দিয়ে কতদিন চলবেন, তার একটি হিসাব করে নিন। খরবের বিষয়টি সামাল দিন।

Bootstrap Image Preview