Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিসিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’ থেকে বাদ পড়লেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০২:৫৪ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০২:৫৪ PM

bdmorning Image Preview


ঘরোয়া আয়োজনে হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলের ‘প্লেয়ার্স ড্রাফট’। গেল গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেছিল এর নিলাম। এ কেনাবেচায় দল নিশ্চিত হয়েছে ৫৪ ক্রিকেটারের। ২৪ জনকে ধরে রেখেছে যার যার দল। আগামী ৩১ জানুয়ারি মাঠে গড়াবে এ আসর।

বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের খেলাটা তাই অনেকটাই নিশ্চিত। তিন বছর পর বিসিএলে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি সবশেষ বিসিএল খেলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে।

এদিকে বাজে ফর্মের কারণে দল পাননি হার্ডহিটার সাব্বির রহমান। একই কারণে দল পাননি বাঁহাতি পেসার আবু হায়দার রনি। তবে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএল মাতানো মেহেদী হাসান রানা দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকে। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ছিলেন তিনি।

দল পাননি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার তুষার ইমরান। যদিও নেপথ্যে জোরালো কারণ রয়েছে। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় নিলামেই তার নাম তোলা হয়নি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান তারই। সব মিলিয়ে ১১৭০৪ রান করেন তিনি। নিশ্চিতভাবে এবার তাকে মিস করবে বিসিএল।

Bootstrap Image Preview