Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিমের ব্যাটিং ছাড়া অন্য কিছু প্রাপ্তি হয়নি: মাহমুদউল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ১১:৪৮ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ১১:৪৮ AM

bdmorning Image Preview


বৃষ্টিতে ভেসে গেছে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে প্রথম দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সহজ দুই জয়ে সিরিজের ট্রফি নিজেদের কাছেই রেখেছে স্বাগতিক পাকিস্তান।

দুই ম্যাচে বাংলাদেশ দলের সংগ্রহ ছিলো ১৪১ ও ১৩৬ আর বল হাতে প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয় ম্যাচে নেয়া হয়েছিলো ১টি মাত্র উইকেট। মন্দের ভালো বলতে দুই ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল করেছেন ৩৯ ও ৬৫ রান।

তবু দেশের ক্রিকেট বিশ্লেষকদের সিংহভাগের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন তামিম। যার একমাত্র কারণ ছিলো তার ব্যাটিংয়ের ধরন। প্রথম ম্যাচে ৩৯ রান করতে তিনি খেলেছেন ৩৪ বল আর দ্বিতীয়টিতে ফিফটি হাঁকালেও ইনিংসের ১৮ ওভার পর্যন্ত উইকেটে থেকে মাত্র ১১২ স্ট্রাইকরেটে করতে পেরেছেন ৬৫ রান।

যা কি না টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে বড্ড বেমানান। তবে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে পুরো সিরিজে প্রাপ্তির হিসেব করলে থাকবে শুধুমাত্র তামিমের ব্যাটিংটাই। উইকেটের আচরণ বুঝে তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাহবাই দিচ্ছেন টাইগার অধিনায়ক।

আজ (সোমবার) সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রাপ্তির জায়গাটা আমার কাছে মনে হয় একটু কমই। আমি যদি শুধু প্রাপ্তির কথা বলতে যাই, তাহলে তামিমের ব্যাটিংয়ের কথাই বলবো। কারণ, উইকেটের আচরণ যেমন ছিল তা বুঝেই ও ব্যাটিং করেছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও ভালো করেছে।'

এসময় ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা উল্লেখ করে টাইগার অধিনায়ক বলেন, 'আমার মনে হয় একসঙ্গে ব্যাটিং ইউনিট হিসাবে আমরা ওভাবে ভালো করতে পারিনি। উইকেট ওরকম ব্যাটিং সহায়ক ছিল না। তারপরেও আমার মনে হয় যে আমাদের সেই সামর্থ্য আছে যে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’

বোলিং ডিপার্টমেন্টের দিকে আলোকপাত করে তিনি বলেন, ‘আমার মনে হয় বোলিং ইউনিটের কথা বলতে গেলে বোলাররা মোটামুটি ভালো কাজ করেছে। প্রথম ম্যাচে বোলাররা ভালো বোলিং করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ব্যাটিংয়ে বড় কিছু করতে পারিনি, এটা একটা কারণ হতে পারে। আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের ব্যাটিংটা আরো ভালো হতে হবে টি-টোয়েন্টিতে।’

Bootstrap Image Preview