Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ-তামিমরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০৩ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০৬ AM

bdmorning Image Preview


নির্ধারিত সূচিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরার কথা ছিলো ২৮ জানুয়ারি (মঙ্গলবার)। কিন্তু পাকিস্তানে অতিরিক্ত নিরাপত্তায় দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেতে সোমবার রাতেই ফিরে আসবে জাতীয় দল।

গত ২২ জানুয়ারি রাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা। সাতদিনের সংক্ষিপ্ত সফরের সপ্তম দিন আসার আগেই আজ (সোমবার) দেশেও ফিরে আসছেন তারা।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, পাকিস্তান সময় রাত ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি চাটার্ড প্লেনে করে লাহোরের আল্লামা ইকবাল বিমান বন্দর থেকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত আড়াইটায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।

যেহেতু নিজেদের ভাড়া করা চাটার্ড প্লেন, তাই ২৮ তারিখের বদলে ২৭ তারিখে যাত্রা এগিয়ে আনতে কোনো অসুবিধাই হয়নি বিসিবির। তার ওপর আজ সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ফিরতি যাত্রাটি আরও সহজ হয়েছে জাতীয় দলের জন্য।

পাকিস্তানে জাতীয় দলের খেলোয়াড়রা ছিলেন একপ্রকার অবরুদ্ধ অবস্থায়। তাদের হোটেল থেকে বের হওয়ার কোনো উপায় ছিলো না। এমনকি প্রত্যেক খেলোয়াড়ের রুমের বাইরেও ছিলো নিরাপত্তা প্রহরীরা। এমন অবস্থা থেকে মুক্তি পেতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে মঙ্গলবারের বদলে সোমবারই দেশে ফিরবে জাতীয় দল।

তবে কিছুদিনের মধ্যে আবারও পাকিস্তান যেতে হবে বাংলাদেশ দলকে। ফেব্রুয়ারির শুরুতেই একটি টেস্ট খেলতে সেখানে যাবেন মুমিনুল হক, তাইজুল ইসলামরা। রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে সেই টেস্ট ম্যাচ।

Bootstrap Image Preview