Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালী গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০০ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০০ AM

bdmorning Image Preview


নোয়াখালীর সেনবাগে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। নিহত ইউছুফ বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ অলি উল্যার ছেলে। 

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে কেশারপাড় ইউপির বীরকোর্ট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট, ১টি গ্যাস লাইট উদ্ধার করেছে পুলিশ ।  

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে তাকে নিয়ে রাত ২টা ১৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের সহযোগিতায় বীরকোর্ট এলাকায় অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত ইউছুফের সহযোগীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাঁচ মিনিট ধরে চলে বন্দুকযুদ্ধ। এ সময় ইউছুফ পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে সহযোগীর গুলিতে তিনি আহত হন।

পরে সহযোগীরা পালিয়ে গেলে ইউছুফকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানর রহমান। তিনি জানান, নিহত ডাকাত সর্দারের বিরুদ্ধে ৭টি ডাকাতিসহ ১২ মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন ।

Bootstrap Image Preview