Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্রে জেলেদের জালে উঠল ‘জীবন্ত শূকর’, দেখতে সৈকতে ভীড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৭:২২ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তিমি, ডলফিন বা হাঙর নয়। সমুদ্র থেকে এবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল সামুদ্রিক শূকর। এমন আশ্চর্য জনক ঘটনায় তাজ্জব বনে গিয়েছে মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় মানুষজন।

শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমনির কাছে নিউ জলধা সমুদ্র উপকূল।

জানা যায়, এদিন জলধা উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে মৎস্যজীবীদের মাছ ধরার জালে এই জীবিত সামুদ্রিক শূকর ধরা পড়ে। এটি সামুদ্রিক শুকর। আবার অনেক মৎসজীবিরা বলছেন এমন প্রানী এর আগে কখনও দেখেননি কেউ। এদিকে প্রাণীটিকে উদ্ধারের পর হুলুস্থুল পড়ে গিয়েছে গোটা এলাকায়। উদ্ধার হওয়া ঐ শূকরটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ জনও।

মৎস্যজীবীরা জীবিত ওই শূকরকে নিউ জলধা সমুদ্র উপকূলবর্তী এলাকায় তুলে নিয়ে এসেছে। এদিন এই শূকরকে দেখার জন্য স্থানীয় লোকজন ও পর্যটকরা ভীড় জমান। সামুদ্রিক শূকরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview