Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধর্মে নিষেধ, তাই পারমাণবিক অস্ত্র বানাবে না ইরান: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:০৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সোলাইমানি হত্যার জেরে ২০১৫ সালে ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। তবে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। আর সেটা ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে।

জার্মান দৈনিক স্পাইগেলকে শনিবার (২৫ জানুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন।

সাক্ষাৎকারে ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিষয়ে জিজ্ঞেস করা হলে জারিফ বলেন, এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার অর্থ পরমাণু অস্ত্র তৈরি করা নয়; কারণ ইরান ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র তৈরিকে নিষিদ্ধ বলে মনে করে।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমনে সোলাইমানির অবদান সম্পর্কে জারিফ বলেন, জেনারেল সোলাইমানির বিচক্ষণ পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ অনেকটাই কমে এসেছে। সেটা আমেরিকার সহ্য হয়নি। কারণ মার্কিনিরা সবসময় এই অঞ্চলে সন্ত্রাসবাদ টিকিয়ে রাখতে চায়। এ কারণেই তারা সোলাইমানিকে হত্যা করেছে।

Bootstrap Image Preview