Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘১০ লাখে সিটি নির্বাচনে নিশ্চিত জয়’ লোভে পড়ে অর্থ হারালেন আ’লীগ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:০৩ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০৬:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিশ্চিত জয়ের লোভে পড়ে পাঁচ লাখ টাকা হারিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এক আওয়ামী লীগ নেতা। জয়ের আশ্বাস দিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

এই কাউন্সিলর প্রার্থীর নাম মো. ইয়াছিন মোল্লা। তিনি ঢাকা উত্তরের ৩০ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিনি আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রতারণার শিকার ইয়াছিন মোল্লার ছেলে কাওসার মোল্লা বাদী হয়ে ২৪ জানুয়ারি একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে আদাবর থানায় মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২২ জানুয়ারি সকালে আদাবর থানার ওসির মোবাইল নম্বর থেকে ফোন করা হয় ইয়াসিন মোল্লাকে। ওসি পরিচয় দিয়ে তাকে নির্বাচনে জেতাতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এ জন্য আদাবর থানা ৩০নং ওয়ার্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে বলেন ওসি পরিচয় দেওয়া সেই ব্যক্তি।

কিছুক্ষণ পর ম্যাজিস্ট্রেট পরিচয়ধারীর নম্বর থেকে ফোন করে ইয়াছিন মোল্লাকে বলা হয়, সিটি কর্পোরেশন নির্বাচন যদি জিততে চান, তাহলে ১৫ লাখ টাকা দিতে হবে। সেই সঙ্গে তাকে নির্বাচনে জেতার নিশ্চয়তা দেওয়া হয়। এর মধ্যে ভোটরে আগে পাঁচ লাখ ও ভোটের পর ১০ লাখ টাকা দিতে বলা হয়। এসব টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন সেই ব্যক্তি। ইয়াসিন মোল্লা এই প্রস্তাবে রাজি হয়ে ১২ দফায় পাঁচ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠান।

এরপর সেদিন সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী ব্যক্তি আবারও ফোন করে আরও তিন লাখ ৩০ হাজার টাকা চান। এতে ইয়াছিনের সন্দেহ হয়। তখন তিনি বিষয়টি আদাবর থানার ওসিকে জানান।

এ বিষয়ে আদাবর থানার ওসি কাজী শহিদুজ্জামান জানিয়েছেন, তার ফোন নম্বর ক্লোন করে কেউ এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি প্রতারণা করা হয়েছে বুঝতে পেরে ইয়াছিনকে দ্রুত থানায় আসতে বলা হয়। অপরাধীদের কথোপকথন ও বিকাশ নম্বর সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview